জয়পুরহাটে মেডিকেল, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও নার্সিং ভর্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী অর্ধশতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে জেলার ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। একই সঙ্গে, শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১২টি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা দেওয়া হয়।
উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন বাংলাদেশ-এর ক্ষেতলাল ইউনিটের আহ্বায়ক এসএম শওকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত।
উজ্জ্বল নক্ষত্র ফাউন্ডেশন বাংলাদেশ-এর যুগ্ম আহ্বায়ক আমানুল্লাহ আমানের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রফেসর ডক্টর মো. নাদিরুজ্জাম মন্ডল, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ উদ্দিন, রাজশাহী মেডিকেল কলেজের বিডিএর লেকচারার ডা. রবিউল ইসলাম, জামুহালী সিইউ বিএল আলিম মাদ্রাসার অধ্যক্ষ রেজাউল করিম, বড়তারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের আকন্দ এবং বেজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী চৌধুরী রানা প্রমুখ।
সংবর্ধিত কৃতী শিক্ষার্থীদের মধ্যে নিজেদের অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া মেহেদী হাসান, সুমন সরদার, তানভীর ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাছিম হোসেনসহ আরও অনেকে।
পড়ুন: কোটালীপাড়ায় দায়িত্বরত চিকিৎসকের উপর হামলা, যুবক আটক
দেখুন: সক্রিয় রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ, উখিয়া-টেকনাফে অপহরণ আতঙ্ক
ইম/