বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা তাঁতীদলের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে তাঁর বাসভবনে তাঁতীদল নেতারা এই সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট জেলা তাঁতীদলের আহ্বায়ক ফয়েজ আহমদ দৌলত, সদস্য সচিব আলতাফ হোসেন বিলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মালেক, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুর আহমদ, অ্যাডভোকেট আনিসুল হক খানসহ নবগঠিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনায় আব্দুল মুক্তাদির নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানান এবং বলেন, “তাঁতীদল বিএনপির একটি গুরুত্বপূর্ণ ও সুসংগঠিত অঙ্গ সংগঠন। প্রতিটি ঘরে ঘরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা মানুষের কাছে তুলে ধরতে হবে।”
তিনি আগামি নির্বাচনে ধানের শীষে ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পড়ুন : সিলেট সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য আটক


