খন্দকার কামরুন নাহার করিম রচিত নতুন কবিতার বই “অনুভবে ছুঁয়ে যায় নীলিমা” এর প্রকাশনা উৎসব আজ (৯ জুন, সোমবার) বিকালে আলহাজ্ব ফজলুল করিম কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশনা অনুষ্ঠানে বিশিষ্ট ছড়াকার ও খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রফেসর ইসমাইল, প্রফেসর শেখ সাদী, বিভাগীয় শ্রম দপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মোস্তফা আজিজুল করিম, নরসিংদী জেলা বিএনপির নবগঠিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষানুরাগী প্রকৌশলী মফিজুল ইসলাম, মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি আল-আমিন রহমান, মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মকবুল হোসেন, বিশিষ্ট সাহিত্যিক নাহিদ নজরুল, লেখক ফজলুল হক মিলন ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামানসহ আরও অনেকে
এ অনুষ্ঠানে কবি ও লেখক খন্দকার কামরুন নাহার করিম তার নতুন বইয়ের বিষয়বস্তু, অনুপ্রেরণা এবং সাহিত্য চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। বইটি পাঠকদের হৃদয়ে গভীর আবেগ ও নান্দনিক অনুভূতি জাগাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, খন্দকার কামরুন নাহার করিম একজন স্বনামধন্য কবি ও সাহিত্যিক, যার পূর্ববর্তী রচনাগুলোও পাঠকমহলে সমাদৃত হয়েছে। তার এই নতুন কাব্যগ্রন্থটি বাংলা সাহিত্যের ভাণ্ডারকে আরও সমৃদ্ধ করবে বলে অনুষ্ঠানে উপস্থিত স্রোতারা প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন: ঐতিহ্যবাহী টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট
দেখুন: বিদ্যুৎ বিভ্রাটে বিপাকে নরসিংদীর মানুষ, শিল্পাঞ্চলে স্থবিরতা |
ইম/