29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামি সভা

ধনী-গরিব, রাজা-প্রজা, একসাথে সালাত আদায়ের মাধ্যমে ইসলাম শ্রেনী বৈষম্য দূর করেছে। ইসলামের দর্শন গোটা সৃষ্টিকুল একটি পরিবারের মতো।

চট্টগ্রামের বোয়ালখালীর শতবর্ষী খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার বার্ষিক ইসলামি সভায় এসব কথা বলেন বক্তারা।

ইসলামিক এই সভায় মাদ্রাসার পরিচালক মাওলানা আহমদ বিন সালামের সভাপতিত্বে প্রধান মেহমান ছিলেন জামেয়া পটিয়ার প্রধান মুফতি হাফেজ আহমদ উল্লাহ।  

এছাড়াও উপস্থিতি ছিলেন মাওলানা ক্বারি নুরুল্লা,ক্বারী আকতার হোসাইন, মাওলানা হোসাইন আল মাহমুদসহ দেশবরণ্যে ওলামারা।

খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসা
এমদাদুল উলুম মাদ্রাসার সভা

মাহফিলে প্রধান অতিথি আল্লামা শাহ আহমদুল্লাহ বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ। তাই মুসলমান নর-নরীর উচিৎ সর্বপ্রথম দ্বীনি শিক্ষা অর্জন করার পর দুনিয়াবি শিক্ষা অর্জন করা।

এই সময় তিনি দ্বীনি ইলম শিক্ষা করার বিভিন্ন গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন। সভায় কৃতিত্বের সহিত কুরআন শরীফ হিফযকারীদের পাগড়ী প্রদান করা হয়।

দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত দিয়ে মাহফিলের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার নবনিযুক্ত নির্বাহী মুহতামিম তরুণ ইসলামিক বক্তা মাওলানা আহমদ বিন সালাম।

দেখুন: মাদ্রাসা শিক্ষা ব্যাবস্থায় আগ্রহ বাড়ছে শিশু কিশোর, অভিভাবকদের

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন