বৃষ্টি না থাকায় ৪ দিন পর খাগড়াছড়ি জেলা সদরের বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। জেলা সদর থেকে পানি নেমে গেছে।
পানি নেমে যাওয়ায় এরই মধ্যে আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। দুদিনের ব্যবধানে দুই দফায় বন্যার পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে স্থানীয়রা।
দুর্গত এলাকায় ভোগান্তি বেশি। তবে নিচু এলাকা হওয়ায় দীঘিনালার মেরুং ইউনিয়নের বেশির ভাগ জায়গা এখনও পানিবন্দি।
কবাখালী ও বোয়ালখালী ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম এখনও প্লাবিত। বন্যায় জেলায় আড়াই থেকে তিন হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ।
অন্যদিকে, ভারী বৃষ্টি না হওয়ায় সিলেটে নদ-নদীর পানি কিছুটা কমেছে। তবে এখনো কুশিয়ারা নদীর চার পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।