০৮/০৭/২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ১১:০৬ পূর্বাহ্ণ

খানাখন্দ মহাসড়কে উল্টে গেল ট্রাক, শতাধিক গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরণ

ব্রাহ্মণবাড়িয়ায় খানাখন্দে ভরা নির্মাণাধীন চারলেন মহাসড়কে ট্রাক উল্টে অগিকান্ডে এতে থাকা শতাধিক গ্যাস সিলিন্ডার একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে শহরতলীর বিরাসার বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের কোন ঘটনা ঘটেনি।

জানা গেছে, গত কয়েকবছর ধরে আশুগঞ্জ-আখাউড়া চারলেন মহাসড়কের কাজ চলছে। এতে করে কুমিল্লা-সিলেট মহাসড়কের কিছু অংশে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিরাসার এলাকায় কিছু পর পর যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে। বুধবার ভোরে কুমিল্লা অভিমুখী একটি ট্রাক গ্যাস সিলিন্ডার বোঝাই করে যাচ্ছিল। এসময় বিরাসার নির্মাণাধীন ফোরলেন সড়কের খানাখন্দে সিলিন্ডারবোঝাই ট্রাকটি উল্টে পড়লে তাতে আগুন ধরে যায়। এরপর প্রচণ্ড শব্দে একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। বিস্ফোরণের বিকট শব্দে কয়েকটি ভবনের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে দমকল বাহিনীর দুই ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর উপপরিচালক নিউটন দাস জানান, ট্রাকটি খাদে উল্টে গেলে তাতে আগুন ধরে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অনেকে আতংকিত হয়ে পড়ে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

পড়ুন: ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেখুন: জামালপুর থেকে ক্যাটল ট্রেনে ঢাকা আসছে কোরবানির পশু

ইম/

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন