খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকেই নতুন মাত্রা দিতে চাইছে বিএনপি। দলটির নেতারা মনে করছেন, চেয়ারপারসনের মুক্তির আন্দোলন জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সে জন্যই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এই আন্দোলনকে চূড়ান্ত রূপ দিতে চাচ্ছে দলটি। বিএনপি নেতারা বলছেন, নীতিনির্ধারণী বৈঠক থেকে শিগগিরই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি।
২৮ অক্টোবর মহাসমাবেশ পন্ড হওয়ার পর থেকে আন্দোলনে ব্যাকফুটে বিএনপি। দীর্ঘদিন কোন কর্মসুচিও ছিল না দলটির।
তবে গুরুতর অসুস্থ বিএনপি প্রধান দশদিন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন। এ দফায় তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।
খালেদা জিয়া মুক্তির দাবিতে প্রথম দফায় সারাদেশে তিনদিনের কর্মসুচি ঘোষণা করা হয়। যা শেষ হয় গেল বুধবার।
আন্দোলন থেকে সরে আসা দলটির নেতারা মনে করছেন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে মানুষের মধ্যে সাড়া জেগেছে। নানা বৈরিতার মধ্যেও দলীয় নেতাকর্মীরা এতে সক্রিয় অংশ নিয়েছেন। আর এ আন্দোলনকেই এখন সামনের দিকে টেনে নিতে চাচ্ছেন তারা।
দলটির নেতারা বলছেন, দু-একদিনের মধ্যে নীতিনির্ধারণী বৈঠকে নতুন কর্মসুচি নিয়ে সিদ্ধান্ত হবে।¨এ আন্দোলনকেই চুড়ান্ত আন্দোলনের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নেতারা।
বিএনপির নেতারা বলেন, চলমান আন্দোলন যাতে সফল হয়, সে লক্ষ্যেই কাজ করবেন তারা।