এ মাসেই শেষ হচ্ছে, খালেদা জিয়ার দ্বিতীয় দফা মুক্তির মেয়াদ। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, আবেদন করা হবে আবারো। আর আইনজীবীরা বলছেন, রাজনৈতিক পথ ছাড়া, বিএনপি চেয়ারপারসনের মুক্তির উপায় নেই।
দুর্নীতির দুই মামলায় সাজা পেয়ে, ২০১৮ সালে কারাগারে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা পরিস্থিতি বিবেচনায়, আবেদনের প্রেক্ষিতে নির্বাহী আদেশ দিয়ে, ২০২০ সালের মার্চে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেয় সরকার। শর্ত থাকে, বাসায় থেকেই চিকিৎসা করাতে হবে।
গত বছরের সেপ্টেম্বরেই সেই মেয়াদ শেষ হয়। দ্বিতীয়বার আবেদনের পর, মুক্তি দেয়া হয় আরও ছয় মাসের জন্য। যারা মেয়াদও শেষ হতে চলেছে, মার্চ মাসেই।
খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন মুক্তির আবেদন করা হবে আবারো।
খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন এদিকে, আইনজীবীরা বলছে, আইনিভাবে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি সম্ভব নয়। একমাত্র উপায় রাজনৈতিক পথ।
এখন গুলশানের ভাড়া বাসা ফিরোজায় থাকছেন খালেদা জিয়া। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়, তাকে ১৭ বছরের সাজা দেয় আদালত।
রাকা/ফই
Leave a Reply