29.3 C
Dhaka
সোমবার, এপ্রিল ২১, ২০২৫

খালেদা জিয়ার লন্ডনযাত্রা: বিমানবন্দরে কয়েক স্তরের নিরাপত্তা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার উদ্দেশে ৭ জানুয়ারি মঙ্গলবার লন্ডনে যাত্রা করবেন। তার এই যাত্রাকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে নেওয়া হয়েছে ৩ স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো বিমানবন্দর।

বিমানবন্দরের বাইরে ডিএমপি এলাকায় র‌্যাব, পুলিশ, ডিবি পুলিশ, সোয়াট টিম সদস্য এবং এপিবিএন পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা তদারকি করবে। পাশাপাশি থাকবে আনসার বাহিনীর সদস্যরা।

ভিতরে এভসেক, এসবি,বেবিচকের নিজস্ব নিরাপত্তা বিভাগ সদস্যরা মোতায়েন থাকবে। বিভিন্ন গোয়েন্দার সদস্যসহ ২৯ সংস্থার জনবল টথস্থ থাকবে নিরাপত্তায়। থাকবে পুলিশের রেন্সপন্স টিম ও ডগস্কোয়াড।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মনজুর কবীর ভুইয়া বিমানবন্দরের বিভিন্ন কি-পয়েন্ট পরিদর্শন করে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পদক্ষেপ গ্রহণে নির্দেশনা প্রদান করেছেন।

চেয়ারপার্সনের বিমানবন্দরে আগমন উপলক্ষে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থায় যেন বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিমানবন্দরের বাইরে (ল্যান্ডসাইড) নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি থাকবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি এবং সোয়াটের মতো স্পেশাল টিমের সদস্যরাও।

বেগম খালেদা জিয়া চিকিৎসাজনিত কারণে মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা বিমানবন্দরে আসবেন। তাদের আসাতে নিরাপত্তাজনিত কোনও সমস্যা যাতে না হয়, তার জন্য সব ধরনের ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে।

বিমানবন্দরের বাইরে ও ভেতরে তার (খালেদা জিয়া) যেন কোনও ধরনের সমস্যা না হয়, সে ব্যাপারে সর্বোচ্চ ব্যবস্থাই থাকবে। এছাড়া বিমানবন্দরে আগত অন্য যাত্রীদের যাতে কোনও নিরাপত্তা সমস্যা না হয়, সে ব্যাপারেও সর্বোচ্চ পদক্ষেপ থাকবে।’

সূত্রমতে, মূলত বিমানবন্দরের বাইরে বিএনপির নেতাকর্মীদের ভিড় হতে পারে। সেই জায়গাতে মূল ভূমিকা পালন করবে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তাদের সঙ্গে থাকবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। এছাড়াও থাকবেন সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন, বিমানবন্দরের বাইরে ও ভেতরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের অধিনায়ক শিহাব কায়সার খান জানান, ‘মঙ্গলবার সকাল থেকেই আমাদের অতিরিক্ত সদস্য মোতায়েন থাকবে। পুরো বিমানবন্দর এলাকা আমাদের সদস্যরা নিরাপত্তার চাদরে ঢেকে দেবে। অতিরিক্ত সদস্যদের পাশাপাশি কুইক রেসপন্স টিম, ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। সন্দেহজনক হলেই তল্লাশি চালানো হবে।’

মা-ছেলের সাত বছরের অপেক্ষা কাটছে
ছবি সংগৃহীত

উল্লেখ্য, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটে মঙ্গলবার রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।’

দেখুন: হাসিনার প্রতি ক্ষোভ নেই খালেদা জিয়ার

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন