22 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৮, ২০২৫

শুক্রবারের মধ্যে শেষ হবে খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষা

শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে। সোমবার (১৩ জানুয়ারি) নিয়মিত ব্রিফ্রিংয়ে এ তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, লিভার ট্রান্সপ্লান্ট, হেপাটোলজি কনসালটেন্টসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্যের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। রিপোর্টের ওপর ভিত্তি করে চিকিৎসা পদ্ধতিতে আনা হতে পারে পরিবর্তন। রিপোর্ট ছাড়াই যেসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ জরুরি, তা নিতে আলাপ-আলোচনা করবেন চিকিৎসকরা।

চিকিৎসারত অবস্থায়ও খালেদা জিয়া দেশের খবর নিচ্ছেন বলেও জানান জাহিদ হোসেন। একইসাথে দেশবাসীর কাছে আবারও দোয়া চেয়েছেন তিনি।

শুক্রবারের মধ্যে শেষ হবে খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষা

তিনি বলেন, বেগম জিয়ার সব রিপোর্ট হাতে পেতে আগামী শুক্রবার পর্যন্ত সময় লেগে যেতে পারে। শুক্রবারের মধ্যে ডাক্তাররা চেষ্টা করবেন যাতে পরবর্তী চিকিৎসা সম্পর্কে একটা প্ল্যান করা যায়। চিকিৎসকরা এখন চিকিৎসায় অতিদ্রুত যেসব পরিবর্তন আনা দরকার, সেগুলো আনছেন। ওনার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়েই এখন আলোচনা হচ্ছে।

দেখুন – হাঁটতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা উন্নতি

বিমানবন্দরের পথে খালেদা জিয়া
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন