২২/০৬/২০২৫, ০:০০ পূর্বাহ্ণ
28 C
Dhaka
২২/০৬/২০২৫, ০:০০ পূর্বাহ্ণ

খুনিদের বিচার হচ্ছে প্রধান এবং প্রথম সংস্কার : হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া উপদেষ্টারা যদি মনে করেন অন্য কোন বড় সংস্কার তাদের রয়েছে তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তবর্তীকালীন সরকারের প্রধান এবং প্রথম সংস্কার। আমরা এই সংস্কারটা প্রথমে দেখতে চাই।

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ছাত্র জনতার গণআন্দোলনে কুমিল্লায় আহত-শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরো বলেন, আওয়ামী লীগকে আমরা কার্যকর নিষিদ্ধ ঘোষণা করতে পেরেছি। কিন্তু আওয়ামী লীগের ডোনার, তাদের অর্থ ব্যবস্থা এখনো বহাল। এখন অনেক জায়গায় আওয়ামী লীগের রাজনীতি আওয়ামী লীগের টাকা চলে এবং বিএনপির রাজনীতিও আওয়ামী লীগের টাকায় চলে। অনেক দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাই অন্তবর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, তাদের অর্থনৈতিক কাঠামো ঠিক রেখে কখনো সংস্কার কার্যক্রম এবং নির্বাচন যথাযথভাবে করতে পারবেন না। আওয়ামী লীগের অবৈধ উপার্জনের টাকা থাকলে সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করতে পারবেন না। গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য এবং পরবর্তী বাংলাদেশের জন্য নিজেদের মধ্যে আলোচনা থাকবে, মতবিরোধ থাকবে কিন্তু কোনভাবেই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা সুযোগ দিতে পারি না।

তিনি আরো বলেন, মানবিক করিডোর নিয়ে আপনারা স্পষ্ট করবেন। আমরা কোনভাবেই আমাদের দেশের সার্বভৌমত্ব এবং দেশকে কোন পরাশক্তির কাছে বন্ধক দেব না। এখানে কোন দেশের আধিপত্য থাকবে না।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আয়োজনে সমাবেশে বক্তব্য দেন ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুর রহমান সাগর, কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ, যুগ্ম সমন্বয়ক তারিকুল ইসলাম, আবু বাকের মজুমদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর শাখার আহবায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল হাসান, জেলা শাখার আহবায়ক সাকিব হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

পড়ুন : কুমিল্লায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন