০৮/১১/২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে। আজ শুক্রবার বেলা ১১ টার সময় কে ডি ঘোষ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এই অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সভাপতির বক্তব্যে এডভোকেট শফিকুল আলম মনা বেগম খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি দেশের মানুষের কাছে গণতন্ত্রের প্রতীক। তাঁর অবদান দেশের মানুষ চিরকাল মনে রাখবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, সাবেক যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান, জিয়াউর রহমান পাপুল, সাঈদ হাসান লাভলু, রেহেনা ঈসা, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর বিএনপির সভাপতি কে এম হুমায়ুন কবীর, খালিশপুর থানা বিএনপির সভাপতি এডভোকেট মোহাম্মদ আলী বাবু, দৌলতপুর থানার বিএনপি সাধারণ সম্পাদক ইমাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, সোনাডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, মহিলা দলের আহ্বায়ক সৈয়দা নার্গিস আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিরাজুর রহমান মিরাজ, দপ্তরের দায়িত্বে শরিফুল ইসলাম টিপু, মিডিয়া সেলের সদস্য সচিব রকিবুল ইসলাম মতিসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তাঁরা তাঁর আশু রোগমুক্তি কামনা করেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন: খুলনায় জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিলো গ্রামীণফোন

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন