খুলনা-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
আজ শনিবার (১৭ মে) বেলা ১১ টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গোলনা এলাকায় ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত ওসি মো. মাসুদ রানা জানান।
ওসি বলেন, শনিবার বেলা ১১ টার দিকে একটি তেলবাহী লরি খুলনা থেকে চুকনগর যাচ্ছিল। এ সময় চুকনগর থেকে খুলনাগামী একটি মাহিন্দ্রর (থ্রি হুইলার) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রের সাতজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন খুলনার কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের মাহিন্দ্রচালক রফিকুল ইসলাম গাজী, ওই উপজেলার কুশারডাঙ্গা গ্রামের মাইনুল ইসলাম সানা ও একই গ্রামের আব্দুর রশীদ।
আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এনএ/