০৭/১১/২০২৫, ৬:০০ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ৬:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় কৃষি ব্যাংকের লকার ভেঙে টাকা লুট

খুলনার রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের পূর্ব রূপসা শাখার লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় এ চাঞ্চল্যকর লুটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

রূপসা থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ব্যাংক বন্ধ হয়ে যায়। বন্ধ থাকাকালে ব্যাংকে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে একজন নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা ভাঙা দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা বিষয়টি রূপসা থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

ব্যাংকের শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ‘ব্যাংকের ভল্টে থাকা মোট ১৬ লাখ ১৬ হাজার টাকা লুট হয়েছে। এ ঘটনায় ব্যাংকের ভেতরে ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।’

এ ঘটনায় রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে লুটের ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় জড়িত কাউকেই কোনো ছাড় দেওয়া হবে না।’

তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয়রা বলছেন, ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় রাতে নিরাপত্তা ব্যবস্থা না থাকা দুর্বৃত্তদের জন্য সহজ সুযোগ তৈরি করেছে।

পড়ুন: চট্টগ্রামে ঝুটের গুদাম ও প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন

দেখুন: সোলেমান হাজারী এখন খুলনায় | Soleman Hazari | খুলনা শহর ঘুরে যা দেখলাম 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন