২০/০৬/২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২০/০৬/২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ণ

গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার-আহতদের কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন

জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একইসঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সংশোধিত অধ্যাদেশের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

বৃহস্পতিবার (১৫ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহতদের কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশের খসড়া পুনর্গঠনসহ সার্বিক পর্যালোচনার জন্য ৫ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উক্ত কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।

পড়ুন : গণঅভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ: ফলকার টুর্ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন