25.1 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সাংবাদিক ডালিমের লেখা  বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধান বিচারপতি

ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যুগ্ন সম্পাদক  মেহেদী হাসান ডালিমের লেখা ‘হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থান” বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির দপ্তরে বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মোচনের সময় প্রধান বিচারপতি বলেন, এই বইটি জুলাই বিপ্লবের ঐতিহাসিক দলিল।  বিচার বিভাগের ভূমিকা ও জুলাই গণঅভ্যুত্থান নিয়ে এটি  প্রথম গ্রন্থ। এই উদ্যোগকে আমি শুভ সূচনা বলবো।  প্রধান বিচারপতি জুলাই বিপ্লব নিয়ে বই লেখায় সাংবাদিক মেহেদী হাসান ডালিমকে ধন্যবাদ জানান।

এসময় সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসাইন, প্রধান বিচারপতির ব্যক্তিগত কর্মকর্তা মো. শরিফুল আলম ভূঞা, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি মো. মাসউদুর রহমান, একুশে টিভির সিনিয়র রিপোর্টার শাকেরা আরজু শিমু উপস্থিত ছিলেন।

হাইকোর্টের বিতর্কিত রায় ও জুলাই গণঅভ্যুত্থান বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ল’ টাইমস(বিএলটি)। বইটির দাম রাখা হয়েছে ৩৫০ টাকা।  ৫ জানুয়ারি থেকে সুপ্রিম কোর্ট বারের বই মেলায় বইটি যাওয়া যাবে।

এই বইতে লেখক একটি রায়কে কেন্দ্র করে ছোট আকারে শুরু হওয়া আন্দোলন কিভাবে গণঅভ্যুথানে রুপ নিলো তা ধারাবাহিক ভাবে তুলে ধরেছেন। উচ্চ আদালতের কোটার পুর্নবহালের রায় ও আন্দোলনে গুলি না চালানোর রিটককে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের অন্দরমহলের নানান চাঞ্চল্যকর ঘটনা ও তথ্য তুলে ধরা হয়েছে এই বইটিতে।

এনএ/

আরও পড়ুন: ২০২৪: জুলাই গণঅভ্যুত্থানে দেশের ইতিহাসে নবদিগন্তের সূচনা

দেখুন: পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন