আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র মঞ্চ নিজেদের প্রথম দফায় ১৪০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা জানান, আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে তারা আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। তবে এখনো প্রার্থীদের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তারা।
নেতারা বলেন, যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেগুলোর তালিকাও শিগগিরই প্রকাশ করা হবে।
তারা আরও জানান, ইতোমধ্যে ঘোষিত কিছু আসনে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনাও রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

