১৫/০৬/২০২৫, ৮:১৬ পূর্বাহ্ণ
27.9 C
Dhaka
১৫/০৬/২০২৫, ৮:১৬ পূর্বাহ্ণ

গণতান্ত্রিক উত্তরণে ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে ডেনমার্ক

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য পাঁচ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা ঘোষণা করেছে ডেনমার্ক।

সোমবার (১২ মে) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে রাজনৈতিক পরামর্শ সভা শেষে এ তথ্য জানানো হয়।

রাজনৈতিক পরামর্শ সভায় সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ইউরোপ এবং ইইউ) আবুল হাসান মৃধা এবং ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া, ওশেনিয়া, লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান বিষয়ক মহাপরিচালক রাষ্ট্রদূত থমাস লুন্ড-সোরেনসেন।

ডেনমার্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম এবং বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার তাদের নিজ নিজ প্রতিনিধি দলের অংশ হিসেবে সভায় অংশগ্রহণ করেন।

যৌথ বিবৃতিতে বলা হয়, সভায় উভয়পক্ষ পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং অভিন্ন আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে স্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পুনর্ব্যক্ত করে। তারা ২০২৩ সালের মে মাসে দ্বিতীয় দফার পরামর্শের পর থেকে অগ্রগতি পর্যালোচনা করে এবং ভবিষ্যতে আরও গভীরভাবে সম্পৃক্ত হওয়ার জন্য নতুন পথ অনুসন্ধান করে।

পড়ুন: ‘সবারই চাওয়া, গণতান্ত্রিক বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা থাকবে’

দেখুন: ‘বাংলাদেশের গণতন্ত্র বিদেশিদের মাথাব্যথার কারণ’ 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন