17 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫

গণভবনকে জাদুঘর বানানো হবে স্বৈরাচারের পরিণতির দৃষ্টান্ত সংরক্ষণে: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ

তথ্য, সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘর বানানো হবে। পরবর্তী প্রধানমন্ত্রী কোথায় থাকবেন সেই আলোচনা পরে করা হবে।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) গণভবন পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি।

মো. নাহিদ ইসলাম বলেন, স্বৈরাচারী, ফ্যাসিস্ট রাষ্ট্রনায়কের কি পরিণত হতে পারে এবং জনগণই যে সকল ক্ষমতার উৎস, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পৃথিবীর বুকে তুলে ধরতে চাই।

তিনি আরও বলেন, এজন্য আমরা এই গণভবনটিকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন