০৮/১১/২০২৫, ০:৩৯ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

গণমাধ্যমে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করে পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসে উপপরিচালক অনিমেষ কান্তি হাওলাদার।

এই কর্মশালার মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি নৈতিক ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার ওপর জোর দেওয়া হয়েছে। ডিজিটাল যুগে ভুয়া খবর বা অপসাংবাদিকতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এজন্য সাংবাদিকদের তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ উপস্থাপন এবং পাঠকের আস্থা অর্জনে আরও সচেতন হওয়ার আহবান জানান।  বাংলাদেশ প্রেস কাউন্সিলের এমন উদ্যোগ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান বক্তারা। এছাড়া অচিরেই সাংবাদিক সুরক্ষা আইন পাশ হবে বলেও মন্তব্য করেন তারা।

এ কর্মশালায় জেলায় কর্মরত প্রায় অর্ধ শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।

বিজ্ঞাপন

পড়ুন: পটুয়াখালীতে সেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন