27.7 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

গণহত্যা: তিন পুলিশ সদস্যকে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল

ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে যাত্রাবাড়ীর ইমাম হোসেন তাইম হত্যাকাণ্ডে গ্রেফতার পুলিশের এসি তানজিল আহমেদ, গাজীপুরের কোনাবাড়িতে হৃদয় হত্যায় আসামি পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরায় গণহত্যার অভিযোগে কনস্টেবল হোসেন আলীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ইমাম হোসেন তাইমকে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশের সহকারি কমিশনার তানজিল আহমেদ এবং গাজীপুরের কোনাবাড়িতে হৃদয়কে হত্যার মামলায় গ্রেপ্তার হওয়া পুলিশ কনস্টেবল আকরাম হোসেন এবং উত্তরার একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ছাত্র আন্দোলনে গণহত্যা

গত ২০ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারী কলেজ ছাত্র ইমাম হোসেন তাইম হত্যা মামলায় গত ১৩ জানুয়ারি ওই জোনের তখনকার পুলিশের সহকারি কমিশনার তানজীল আহমেদকে ২০ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

একইদিন গাজীপুরের কোনাবাড়ীতে গত বছরের ৫ আগস্ট কলেজ ছাত্র মো. হৃদয়কে হত্যার মামলায় পুলিশের কনস্টেবল আকরামকেও হাজির করার নির্দেশ দেন আদালত। ওই আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার (২০ জানুয়ারি) সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এছাড়া রাজধানীর উত্তরায় একটি হত্যা মামলায় পুলিশ কনস্টেবল হোসেন আলীকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদের জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাতে প্রসিকিউশনের করা আবেদনের শুনানি হবে আজ।

এছাড়া ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার-এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের এখতিয়ার নিয়ে করা আপিলের শুনানিও হবে।

দেখুন – গণহত্যা: ৪ পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন