39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

গণহত্যার রায় নিয়ে আগাম মন্তব্যে ক্ষুব্ধ ট্রাইব্যুনাল

জুলাই আগষ্ট গণহত্যার তদন্ত শেষ হওয়ার আগে চলতি বছর রায় হবে আইন উপদেষ্টার এমন মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। ভবিষ্যতে পুনরাবৃত্তি হলে আইনি ব্যবস্থা নেয়া কথাও জানান আদালত। এদিকে গুম ও বিচার বহিঃভূত হত্যাকান্ডের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কে আবারও গ্রেপ্তার দেখিয়েছে আদালত।

জুলাই গণঅভ্যুথানে মানবতাবিরোধী হত্যাকান্ডে এ পর্যন্ত ১৮ মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সব মামলায় তদন্ত চলমান। প্রসিকিউশন জানায় এ মাসেই কয়েকটি মামলার তদন্ত শেষ হতে পারে।

কিন্তু তদন্ত চলমান থাকা অবস্থায় গতকাল সচিবালয়ে জুলাই গণহত্যার বিচার কাজের অগ্রগতি সাংবাদিকদের সামনে তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, আগামী অক্টোবরের মধ্যে ৩-৪ টি মামলায় রায়ের সম্ভাবনার কথা।

তার এ বক্তব্য অসন্তোষ প্রকাশ করে আদালত বলেন, আমরা কারো ধারধারি না, ট্রাইব্যুনাল সম্পূর্ন স্বাধীন ও নিরপেক্ষ। ভবিষ্যতে ট্রাইব্যুনালের কার্যক্রম নিয়ে আগাম কথা বললে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

এদিন গুম ও বিচার বহিঃভূত হত্যাকান্ডের ঘটনায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে তৃতীয়বারের মত হাজির করা হয় ট্রাইব্যুনালে।

এছাড়া জুলাই আগস্টে রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক এসি রাজন কুমার সাহা গ্রেপ্তার করা হয়।

এনএ/

দেখুন: ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা: সংসদে নিন্দা প্রস্তাব পাস 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন