বন্ড মার্কেটে বিনিয়োগ চলে যাওয়া এবং শেয়ার কারসাজির অর্থ বিদেশে পাঁচার হওয়ায় গতি হারিয়েছে শেয়ারবাজার। সে অবস্থা পুনরায় ফেরাতে আইসিবি অর্থ বরাদ্দের প্রক্রিয়া চললেও এগিয়ে আসতে হবে অন্যান্য প্রতিষ্ঠানের।
টানা পতনের পর আশা দিয়ে লেনদেন শুরু করেছিল শেয়ারবাজার। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই আশায় পড়ে গুড়েবালি। দিনশেষে কমেছে সব ধরণের সূচক। সঙ্গে বাজার মূলধনও।

তবে শেয়ারবাজারের চলমান সংকট থেকে কেন বের হতে পারছে না সে প্রশ্ন বিনিয়োগকারীদের। বিগত সময়ে বন্ড মার্কেটে অর্থ চলে যাওয়া এবং শেয়ার কারসাজির অর্থ বিদেশে পাঁচার হওয়ায় শেয়ারবাজার ভেঙ্গেছে তার মেরুদন্ড।

শেয়ারবাজার ঠিক করতে বাজারে প্রবেশ করছে আইসিবির অর্থ। এতে বাজার সাময়িক ঠিক হলেও স্থায়ী সমাধানে প্রয়োজন অন্যান্য প্রতিষ্ঠানের এগিয়ে আসা।
আস্থা না থাকায় শেয়ারবাজারে আসছে না নতুন বিনিয়োগ। কিন্তু বিনিয়োগ না এলে আস্থাও যে ফিরছে না, শেয়ারবাজারে। আইসিবির সঙ্গে যদি অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা একযোগে বাজারে তারল্য প্রবাহ বাড়ায় তবেই শেয়ারবাজারে নতুন সূর্য উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
টিএ/
পড়ুন: ধীর গতিতে এগুচ্ছে শেয়ারবাজার
দেখুন: নিয়মনীতির তোয়াক্কা না করেই চলছে সরকারি সার মজুদ ও বিক্রি