মশার যন্ত্রণায় নাকাল রাজধানীবাসী। গরম বাড়ার সঙ্গে সঙ্গে, এই ছোট্ট প্রাণীটির উৎপাতও হু হু করে বেড়েছে। যা গত বছরের এই সময়ের তুলনায় চার গুণ বেশি।
রাজধানীর বিভিন্ন এলাকা এখন, মশাদের রাজত্ব। দিনে মশা, সন্ধ্যায় মশা, রাতেও মশা। এতো মশার উৎপাত দেখা যায়নি গত কয়েক বছরে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, রাজধানীতে গত বছরের এই সময়ের তুলনায়, বর্তমানে মশার ঘনত্ব বেড়েছে চার গুণ। ইতিমধ্যে যা চরমে পৌঁছেছে। ব্যবস্থা নেয়া না হলে, চলতি মাসেই পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে, তা ভাবতে গেলে, আতঙ্কিতই হতে হয়।
রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়েও মিললো তেমনই প্রমাণ। রাজধানীবাসী বলছে, মশার অত্যাচারে নাকাল তারা।
জনস্বাস্থ্যবিদ ডা. লেলিন চৌধুরী বলছেন, এ মৌসুমে বাড়তে পারে ডেঙ্গু ও চিকনগুনিয়ার প্রাদুর্ভাব।
ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, মশার উপদ্রব কমাতে শিগগিরই অভিযান হবে। মেয়র আরও জানান, আগামী ৮ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত ঢাকা উত্তরে কিউলেক্স মশা নিধনে অভিযান হবে।
জক/লিশা//
Leave a Reply