কখনো ফেসবুকে সরকারবিরোধী পোস্ট, কখনো আবার সামান্য কারণে বিভাগীয় মামলা। এমন নানান অভিযোগে গত ১৫ বছরে অসংখ্য পুলিশ সদস্যকে জোরপূর্বক চাকরিচ্যুত করা হয়েছে। ফলে দীর্ঘদিন বেকার থাকতে হয়েছে অনেক পুলিশ সদস্যকে। সময় বদলে যাওয়ায় চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছেন তারা।
ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। ভেঙে পড়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। কর্মবিরতিতে যায় মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা।
সামান্য কারণে বিভাগীয় মামলা, ফেসবুকে সরকার বিরোধী পোস্টসহ নানান কারণে গেল ১৫ বছরে অসংখ্য পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। ফলে বেকার জীবন নিয়ে হাজারও পুলিশ সদস্যরা মানবেতর জীবন-যাপন করছেন।
তাদের চাওয়া, দ্রুতই ফিরিয়ে দেওয়া হোক তাদের চাকরি। সেই সাথে যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করারও দাবি তাদের।
গতকাল সন্ধ্যায় আন্দোলনরত পুলিশ সদস্যদের সঙ্গে বৈঠকের পর কমিটি গঠন করে বিচার-বিশ্লেষণ ও চাকরি ফেরতের আশ্বাস দেন পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।