০৮/১১/২০২৫, ০:৪৯ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ০:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

‘গয়েশ্বর রায় বয়ান পাল্টেছেন, এখন পাকিস্তানপন্থী থেকে ভারতপন্থী বানাচ্ছেন’

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র, মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শেখ হাসিনার বয়ান আবার চালু করার চেষ্টা করা হচ্ছে। তা কিন্তু বুমেরাং হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফল তা প্রমাণ করেছে। বিএনপি নেতা গয়েশ্বর রায় বয়ান বদল করে ফেলেছেন, দেখেছেন পাকিস্তান আফগানিস্তান বললে বুমেরাং হয়ে যায়। তিনি এখন দাড়ি-টুপিওয়ালাদের ভারত পন্থী বানানোর চেষ্টা করছেন। এতে লাভ হবে না। এই টুপি-দাড়িওয়ালাদের মানুষ হাজার বছর ধরে দেখছে।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় পৌর মুক্তমঞ্চে প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবীতে ইসলামী আন্দোলন আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সমাবেশে ইসলামি আন্দোলন ছাড়াও জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এসময় মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমরা এমন একটি পদ্ধতির কথা বলেছি যেটাতে সকলের ভোট সমানভাবে মূল্যয়ন হবে। এটা একটি বৈষম্য বিরোধী পদ্ধতি। তিনি বলেন, বর্তমানে প্রচলিত পদ্ধতিতে একজন ভোট দিয়ে আনন্দ করে-ফূর্তি এবং তার প্রার্থী জয়লাভ করলে বিপরীত পক্ষকে আক্রমণ করে। আরেকজন ভোট দিয়ে শঙ্কিত ও অনিরাপদ থাকে। এই পদ্ধতি সংঘাতের পদ্ধতি। তাই আমরা এমন পদ্ধতির কথা বলেছি, যেন সকল ভোটারের এমপি হবেন। প্রত্যেক ভোটার ভোট দিয়ে আনন্দিত হবেন। এতে ছোটখাটো দলের প্রতিনিধিও সংসদে যাবে।

সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসমাবেশ বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি ও সদর আসনের হাতপাখার এমপি প্রার্থী মাওলানা গাজী নিয়াজুল করীম, সরাইল-আশুগঞ্জ আসনের প্রার্থী শায়খ নেছার আহমদ আন-নাছিরী, নাছিরনগর আসনের প্রার্থী মাওলানা হোসাইন আহমদ আজাদী, বাঞ্ছারামপুর আসনের প্রার্থী হাফেজ মোহাম্মদ আলী, জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সদর আসনের প্রার্থী মাওলানা মুহসিনুল হাসান।

জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আশরাফুল ইসলাম বিলাল ও নির্বাহী সদস্য শাহ্ মোহাম্মদুল্লাহর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা আইএবির সহ সভাপতি মাওলানা আব্দুল মালেক ফয়েজী, সাবেক সহ-সভাপতি সৈয়দ আনোয়ার আহমদ, প্রচার ও দাওয়াহ সম্পাদক এম আবু হানিফ নোমান, অর্থ সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইউনুছ আহমদ ছাতিয়ানী, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা নূরুল আলম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মুহসিন, ইসলামী যুব আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক আল আমিন হোসাইনী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাহদী বিন ইউনুস প্রমুখ।

বিজ্ঞাপন

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নতুন দুই ইউনিয়ন যুক্ত, প্রতিবাদে আশুগঞ্জে মহাসড়ক অবরোধ

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন