ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে গরু আনতে গিয়ে নিখোঁজের একদিন পর মারিয়া (১১) ও সামিয়া (০৯) নামে আপন দুই বোনের মরদেহ মিললো খালে। শনিবার (৩১ মে) সকালে উপজেলার গোকর্ণ গ্রামের সংস্তার খাল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। মৃত দুই কিশোরী গোকর্ণ গ্রামের মিনার আলীর সন্তান।
স্থানীয়রা জানায়,শুক্রবার বিকেলে বাড়ির কাছে খাল পার হয়ে জমিতে গরু আনতে যায় দুই বোন মারিয়া ও সামিয়া। ধারণা করা হচ্ছে, এ সময় খাল পার হতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে যায় দুই বোন। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি। রাতভর ফায়ার সার্ভিস, পুলিশ ও গ্রামবাসীরা একসাথে তল্লাশি চালায়। অবশেষে শনিবার সকালে গোকর্ণ বেড়িবাঁধ এলাকায় প্রথমে মারিয়ার মরদেহ ভেসে ওঠে। কিছুক্ষণ পর সামিয়ার মরদেহ একটি মাছ ধরার জালে আটকে থাকতে দেখা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো খায়রুল আলম।
পড়ুন: অনার্স ভর্তি পরীক্ষার্থীদের পাশে মানবিক সহায়তায় ছাত্রশিবির, পিসি কলেজে হেল্প ডেস্ক স্থাপন
দেখুন: ‘বাংলাদেশ বৈশ্বিক অভিবাসন মানদন্ড অনুসরণে প্রতিশ্রুতিবদ্ধ’ |
ইম/