১৪/০৬/২০২৫, ১৬:২৩ অপরাহ্ণ
34.6 C
Dhaka
১৪/০৬/২০২৫, ১৬:২৩ অপরাহ্ণ

গাংনীতে উপজেলা নির্বাহী অফিসারের বিদায় ও বরণ অনুষ্ঠান

মেহেরপুরের গাংনী উপজেলায় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা এবং নবাগত ইউএনও আনোয়ার হোসেনকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

হস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের অংশগ্রহণে এ বরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিদায়ী ইউএনও জনাব প্রীতম সাহা তাঁর বক্তব্যে কর্মজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং গাংনী উপজেলাবাসীর আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, এই উপজেলার মানুষজন আমাকে যেভাবে গ্রহণ করেছেন, তা আমি আজীবন মনে রাখবো।

নবাগত ইউএনও আনোয়ার হোসেন তাঁর বক্তব্যে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, গাংনী উপজেলার সার্বিক উন্নয়নে সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে চাই। জনকল্যাণই হবে আমাদের প্রধান লক্ষ্য।

আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনও-কে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।

পড়ুন: মেহেরপুর জেনারেল হাসপাতালের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

দেখুন: পরীক্ষায় পাশের মিষ্টি দিয়ে নানা বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না চঞ্চলের

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন