০৭/১১/২০২৫, ৫:৪৩ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৭/১১/২০২৫, ৫:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাংনীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫আগষ্ট) বিকাল ৫টার সময় গাংনী উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে সাবেক এমপি আমজাদ হোসেনের রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাংনী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ নাসির উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোঃ আমজাদ হোসেন।

আলোচনা সভায় সাবেক এমপি আমজাদ হোসেন বলেন, ৮০ বছর আগে যে মানুষটি জন্ম নিয়েছিলো, আজকে বেঁচে আছেন বলেই আপনারা আজ গনতন্ত্র ফিরে পেয়েছেন, আন্দলন ও সংগ্রাম করতে পারছেন।

তিনি আরো বলেন, “বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছিলো। শেষ পর্যন্ত পয়জন দিয়ে অসুস্থ করে দেশের বাইরে পাঠানোর চক্রান্ত করা হয়েছিলো, যাতে বেগম খালেদা জিয়া দেশে বাইরে গেলে একপক্ষ মিলে সহজে রাজনৈতিক কর্মকান্ড চালাতে পারে। কিন্তু আমাদের আপোসহীন নেত্রী দেশ ছেড়ে না গিয়ে সাধারণ জনগনের মত দেশেই চিকিৎসা নিয়েছেন।”

আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাগফিল অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি নেতা সাজেদুর রহমান বুলবুল, বিএনপি নেতা মুস্তাফিজুর রহমান বাবলু, রবিউল ইসলাম রবি, ইয়ামিন হোসেন বাবলু, সাবেক পৌর কাউন্সিলার নাসির উদ্দীন, রাইপুর ইউনিয়ন বিেনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : গাংনীতে বিএনপির আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রা

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন