মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্তে ভারত থেকে পাচারকৃত হেরোইন উদ্ধার করেছে বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)। শুক্রবার দিবাগত মধ্যরাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর আওতাধীন শেওড়াতলা বিওপি’র একটি বিশেষ অভিযানে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ০.১৫০ কেজি হেরোইন জব্দ করা হয়।
৪৭ বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ১৪৪/-৩ এস এর আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘হাড়া ভাঙ্গা মাঠ’ নামক এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালানো হয়। অভিযানটি পরিচালনা করেন জেসিও-১০৩৬২ নায়েব সুবেদার মোঃ আছাবুর রহমান। অভিযানের সময় সন্দেহভাজন কোনো ব্যক্তিকে আটক করা না গেলেও পরিত্যক্ত অবস্থায় ভারতীয় মূল হেরোইনের একটি প্যাকেট জব্দ করা হয়। এর ওজন ছিল ০.১৫০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা।
বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদক পাচারকারীরা প্রায়ই কৌশলে সীমান্ত পার হয়ে বিভিন্ন স্থানে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে। তবে বিজিবি কর্তৃপক্ষ কঠোর অবস্থান ও নিয়মিত অভিযানের মাধ্যমে এসব অপতৎপরতা রুখতে দৃঢ় প্রতিজ্ঞ।
স্থানীয়রা জানান, শেওড়াতলা সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে মাদকপাচারের গোপন রুট হিসেবে পরিচিত। মাঝে মাঝেই বিজিবির অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ হলেও বড় বড় চোরাকারবারিরা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। এলাকাবাসী এসব অপরাধ বন্ধে প্রশাসনের আরো কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে ৪৭ বিজিবি’র কোম্পানি কমান্ডার জানান, নিরবচ্ছিন্ন অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে এবং মাদকপাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আটককৃত মাদক দ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থাপনার জন্য গাংনী থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

