33 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

গাছের ডালে ঝুলছিল ইটভাটার শ্রমিকের মৃতদেহ

নেত্রকোনার কলমাকান্দায় গাছের ডাল থেকে বাবু (২৪) নামে এক ইটভাটার শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর পুরাতন পাড়ার মো. রাজু মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালের দিকে ইটভাটা শ্রমিকের মৃতদেহ উদ্ধার এবং পরে ময়নাতদন্তরের জন্য মৃতদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু গত শুক্রবার ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে আসেন। বাড়িতে তার স্ত্রী ও এক শিশু সন্তান রয়েছে। মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে বের হন। সকাল ৯টার দিকে মুন্সিপুর গ্রামের একটি পিতরাজ গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় বাবুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় পুলিশসহ বাবুর বাড়িতে এবং ঘটনাস্থল থেকে বাবুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বাবুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

পড়ুন : ধর্ষকদের ফাঁসির দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন