39.2 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৮, ২০২৫

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৫

উত্তর গাজার বেত লাহিয়ায় ইসরাইলি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গতকাল শনিবার (২৬ অক্টোবর) রাতে পৃথক ইসরাইলি হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। খবর আল জাজিরার

প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় কোনো আগাম সতর্কতা ছাড়াই জনবহুল ওই এলাকায় হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৩৫ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। এর কিছু সময় পরে আরেক হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল জাজিরার সাংবাদিক তারেক আবু আজজুম বলেছেন, ‘ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও আটকে পড়া মানুষদের উদ্ধার করার চেষ্টা চলছে। তীব্র হামলার জেরে উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘বেত লাহিয়া এবং জাবালিয়াকে উত্তর গাজার দুটি প্রধান নগর কেন্দ্র হিসাবে বিবেচনা করা হয়। গাজার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত পরিবারগুলো সেখানে আশ্রয় নিতে এসেছে। এসব বেসামরিক মানুষ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে প্রচণ্ড আক্রমণের শিকার হয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন