ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় চলছেই। এতে গত ৪৮ ঘণ্টায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এবং নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি।
গতকাল শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৯২৪ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিগত সাড়ে ১২ মাসের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ৮৩৩ জন বাসিন্দা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর কয়েক দফার হামলায় অন্তত ৭৭ জন নিহত এবং আরও অন্তত ২৮৯ জন আহত হয়েছেন।