26 C
Dhaka
রবিবার, মার্চ ১৬, ২০২৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৩, লেবাননে ২১

গাজায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪২ হাজার ৯২০ ছাড়িয়ে গেছে। এছাড়া লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ২১ লেবানিজ নিহত হয়েছেন।  নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস।

আজ সোমবার (২৮ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি বাহিনী গাজায় কমপক্ষে আরও ৫৩ জন এবং লেবাননে ২১ জনকে হত্যা করেছে। রবিবার গাজাজুড়ে হওয়া ইসরায়েলি হামলায় ৫৩ জন নিহত হন। মৃত এসব ফিলিস্তিনির মধ্যে অন্তত ৪৬ জন প্রাণ হারিয়েছেন উপত্যকাটির উত্তরাঞ্চলে।

এছাড়া গাজার আবাসিক এলাকায় বোমা হামলা এবং গণগ্রেফতারের মাধ্যমে চলমান হামলা ও অবরোধ আরও জোরদার করেছে ইসরায়েল।

নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস। অবরুদ্ধ উত্তর গাজায় ইসরায়েলি হামলা ও হতাহতের ঘটনাকে তিনি ‌‘ধ্বংসের ভয়াবহ মাত্রা’ হিসেবে উল্লেখ করেন। 

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন