39.8 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

গাজায় ইসরায়েল আবার পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ শুরু করেছে : নেতানিয়াহু

গাজায় ইসরায়েল আবার ‘পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ’ শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার রাতে টিভিতে এক ভাষণে একথা বলেছেন।

এদিন সকাল থেকে গাজায় ইসরায়েলের হামলায় ৪ শ’রও বেশি মানুষ নিহত হয়। আর ইসরায়েল পূর্ণমাত্রায় লড়াই শুরুর কথা বলার পর গাজায় আলাদাভাবে গতরাতের হামলায় নিহত হয় অন্তত ১৩ জন।

রেড ক্রিসেন্টের চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানায়, আল-মাওয়াসি মানবিক অঞ্চলের কাছে এক তাঁবুতে ড্রোন হামলায় দুইজন বেসামরিক নাগরিক নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

দুই মাসের যুদ্ধবিরতির পর এর মেয়াদ বাড়ানোর চেষ্টা ভেস্তে দিয়ে গাজায় এই জোর হামলা শুরু করেছে ইসরায়েল। বুধবারের হামলায় গাজায় জাতিসংঘ দফতরে দুইজন কর্মী নিহত হয়েছে এবং অন্যান্যরা আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

হামাস-শাসিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের ঘটনার জন্য ইসরায়েলি বিমান হামলাকে দায়ী করেছে। পাঁচজন বিদেশি আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

তবে ইসরায়েলের সেনাবাহিনী দেইর আল-বালাহর জাতিসংঘ কম্পাউন্ডে হামলার অভিযোগ অস্বীকার করেছে।


ইসরায়েলের সেনাবাহিনী বলছে, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, যেখান থেকে গোষ্ঠীটি ইসরায়েলের দিকে হামলার প্রস্তুতি নিচ্ছিল। হামাসের জাহাজগুলোতেও হামলা করা হয়েছে।

বিবিসি লিখেছে, গাজায় বুধবারে ইসরায়েলের হামলার মাত্রা মঙ্গলবারের মতো একইরকম ছিল না। তবে নতুন করে শুরু হওয়া হামলা চলছে অবিরাম।

জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বলেছেন, “নিহতের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।”

ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, বুধবার ভোররাতে খান ইউনিসের উত্তরে ইসরায়েলের হামলায় এক নারী ও শিশু নিহত হয়েছে। ওদিকে, গাজা সিটিতে হামলায় নিহত হয়েছে ৪ জন।

তবে সর্বশেষ হামলায় নিহতের সংখ্যা এখনও জানায়নি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

পড়ুন : এবার ইসরায়েলকে ৭ বিলিয়ন ডলারের বোমা-ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন