29.5 C
Dhaka
বুধবার, মার্চ ২৬, ২০২৫

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতানিয়াহু

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বর্বর এই হামলার জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এমন পরিস্থিতিতে গতকাল রবিবার (২৭ অক্টোবর) ফিলিস্তিনি ও ইসরায়েলি বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের বিনিময়ে কয়েকজন ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার ব্যাপারে প্রাথমিকভাবে দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব করা হয়।

গতকাল রাজধানী কায়রোতে আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সিসি বলেন, ‘আমরা কয়েকজন ফিলিস্তিনি বন্দির বিনিময়ে চারজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেয়ার জন্য গাজা উপত্যকায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলাম। তারপর ১০ দিনের মধ্যে একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে আলোচনা চালিয়ে যাওয়ার কথা ছিল।’

কিন্তু আজ সোমবার (২৮ অক্টোবর) এ খবর আসার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মিসরের স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি প্রস্তাবিত প্রত্যাখ্যান করেছেন।

যদিও মিশরীয় প্রস্তাবের পক্ষে বেশিরভাগ ইসরায়েলি মন্ত্রীর সমর্থন রয়েছে। কিন্তু নেতানিয়াহুর বিরোধিতার কারণে তেল আবিব এই চুক্তি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে। নেতানিয়াহু বলেছেন, ‘আলোচনা কেবল আগুনের মধ্যেই হবে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন