ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজা উপত্যকার পুরো এলাকা নিয়ন্ত্রণে নেবে ইসরায়েল।
তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন ইসরায়েলি বাহিনী নতুন করে গাজায় জোরদার অভিযান শুরু করেছে এবং বহু মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এদিকে দুই মাসের বেশি সময়ের মধ্যে এই প্রথমবারের মতো গাজায় কিছু ত্রাণ প্রবেশ করেছে। তবে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা বলছে, তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইও) জানিয়েছে, চলতি বছরের ২ মার্চ থেকে সম্পূর্ণ অবরুদ্ধ গাজা উপত্যকার প্রায় ২০ লাখ মানুষ অনাহারে ভুগছেন। জরুরি ভিত্তিতে খাবার, পানি, ওষুধ ও জ্বালানি না পৌঁছালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ডব্লিউএইও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, “সীমান্তে বিপুল পরিমাণ খাবার অপেক্ষমাণ, অথচ তা কয়েক মিনিট দূরেই অবস্থানরত ক্ষুধার্ত মানুষদের কাছে পৌঁছানো যাচ্ছে না। মানবিক সহায়তা ইচ্ছাকৃতভাবে আটকে রাখার ফলে গাজায় দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ছে।”
এমন অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেছেন ব্রিটেন, ফ্রান্স ও কানাডার নেতারা। তারা গাজায় ইসরায়েলের অভিযান, ত্রাণ অবরোধ এবং সাধারণ মানুষকে স্থানচ্যুত করার হুমকির কড়া বিরোধিতা করেছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক যৌথ বিবৃতিতে বলেন, “নেতানিয়াহুর সরকার এসব কাজ চালিয়ে যেতে থাকলে আমরা চুপ করে বসে থাকব না।”
পড়ুন: গাজায় যুদ্ধ বন্ধ নয় : নেতানিয়াহুর
দেখুন: ইসরাইলের শহর উড়িয়ে দেয়ার হুঁ*শিয়ারি ইরানের, সৌদিকে পাশে চান নেতানিয়াহু
এস