15 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

গাজা যুদ্ধের অবসানে সব কিছুই করব : কমলা হ্যারিস

একদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে আগে থেকেই।গুরুত্বপূর্ণ এই ভোটে এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে গাজায় চলমান যুদ্ধের বিষয়টি।

আর এরই অংশ হিসেবে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী কমালা হ্যারিস বলেছেন, গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে তিনি তার ক্ষমতার সব কিছু করবেন। সোমবার (৪ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কমালা হ্যারিস স্থানীয় সময় রোববার রাতে ইস্ট ল্যান্সিংয়ের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সমাবেশে বক্তব্য দেন।

মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে নির্বাচনী প্রচারণাকালে কমলা বলেন, ‘ক্ষমতায় গেলে গাজা যুদ্ধের অবসান ঘটাতে আমি সব কিছু করব।’

কমলা হ্যারিস বলেছেন, ‘মিশিগান, আমি এখানে আপনার ভোট চাইতে এসেছি। আমরা চাই আপনারা সবাই ভোট দেবেন। এই নির্বাচনে আপনারা পার্থক্য তৈরি করবেন।’

এদিকে সিএনএনের এক জরিপ বলছে, কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের ব্যবধান মিশিগানে তেমন নেই। কমলা হ্যারিস মাত্র এক শতাংশ এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে। 

এর আগে গত শুক্রবার ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে বড় আরব-সংখ্যাগরিষ্ঠ শহর ডিয়ারবোর্নে নির্বাচনী প্রচারণা চালান।

টিএ/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন