গাজা যুদ্ধের অবসানে, তিন ধাপের প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতি, সেনা প্রত্যাহারের পাশাপাশি দীর্ঘমেয়াদী শত্রুতা বন্ধের কথা বলা হয়েছে। এই পরিকল্পনাকে ‘স্থায়ী যুদ্ধবিরতির রোডম্যাপ’ বলছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রস্তাবকে হামাসও ইতিবাচকভাবে দেখছে।
গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েল যে প্রস্তাব রেখেছে তা স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার হোয়াইট হাউসে তিনি বলেন, প্রস্তাবিত পরিকল্পনার প্রথম পর্যায় একটি পরিপূর্ণ ও সম্পূর্ণ যুদ্ধবিরতি।
প্রথম ধাপে, ছয় সপ্তাহের যুদ্ধবিরতি হবে এবং গাজার জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়া হবে। হামাস যাদেরকে জিম্মি করেছে, তাদেরকে মুক্তি দিতে হবে। বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে।
দ্বিতীয় ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনী ছয় সপ্তাহের জন্য পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হবে। বিনিময়ে হামাস বাকি সব পণবন্দিকে মুক্ত করে দেবে। বাইডেন বলেন, চুক্তির শর্তগুলো বাস্তবায়ন করা গেলে, দুপক্ষের মধ্যে স্থায়ীভাবে শত্রুতার অবসান হবে।
তৃতীয় ধাপে ব্যাপক পুনর্গঠন কাজ ও স্থিতিশীলতার পরিকল্পনা শুরু হবে। বাইডেন বলেন, বাড়িঘর, স্কুল, হাসপাতাল নতুন করে গড়ে তোলা হবে। গাজা পুনর্গঠনে লাগতে পারে তিন থেকে পাঁচ বছর।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন, সারা বিশ্ব গাজায় অনেক দুর্ভোগ এবং ধ্বংস প্রত্যক্ষ করছে। এখন সময় এটি থেকে সরে যাওয়ার।
বিবিসি জানিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার, পুনর্গঠন এবং বন্দি বিনিময়ের আহবানের কারণেই এই প্রস্তাবটিকে ইতিবাচকভাবে দেখছে হামাস।
গত বছরের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজায় টানা হামলা চালিয়ে আসছে তেলআবিব। এতে ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।