34 C
Dhaka
রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

গাজা যুদ্ধ বিরতি প্রস্তাবে আবার ভেটো দিলো যুক্তরাষ্ট্র

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নিরাপত্তা পরিষদে আনিত প্রস্তাবের ওপর আবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। যার ফলে যুক্তরাষ্ট্রের কারণে আবার যুদ্ধবিরতি চুক্তি আটকে গেল। খবর এএফপির।

এ বিষয়ে ওয়াশিংটন জানিয়েছে, এখনই যুদ্ধবিরতি প্রস্তাব পাস হলে স্বাধীনতাকামী হামাস যোদ্ধারা উৎসাহিত হবে। ফলে জিম্মি উদ্ধার অনেকটা কঠিন হয়ে পড়বে।

জাতিসংঘে যুক্তরাষ্টের রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, ‘এই যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের জন্য ভয়ঙ্কর বার্তা বয়ে আনবে। কারণ, জিম্মি উদ্ধারে আলোচনার টেবিলে বসে সমঝোতা না করলে জিম্মিদের মুক্তিলাভ কখনো সম্ভব হবে না।’  

বুধবার অনুষ্ঠিত এই ভোটে যুক্তরাষ্ট্র বলেছে, ‘প্রস্তাবটি নিয়ে সমঝোতার প্রচেষ্টাকে নস্যাৎ করা হয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫টি স্থায়ী রাষ্ট্রের মধ্যে ১০টি স্থায়ী সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব উন্থাপন করা।’

নিরাপত্তা পরিষদের প্রস্তাবে গাজায় অবিলম্বে, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়। সেই সঙ্গে জিম্মিদের মুক্তির দাবিও জানানো হয়। তবে একমাত্র স্থায়ী সদস্য রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগের মাধ্যমে প্রস্তাবটি আটকে দেয়।

এনএ/

আরও পড়ুন: গাজা-লেবানন ও সিরিয়ায় ইসরায়েলের হামলা, নিহত ৯৪
দেখুন: আবারো ইসরায়েলের তাণ্ডবে ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা
বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন