০৮/০৭/২০২৫, ২১:১৩ অপরাহ্ণ
26.1 C
Dhaka
০৮/০৭/২০২৫, ২১:১৩ অপরাহ্ণ

গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বিশ্বব্যাপী মজলুম গাজাবাসীদের আহুত হরতালের সমর্থনে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। সোমবার দুপুর ২টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় জেলা ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি শায়খুল হাদীস হযরত মাওলানা আসআদুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সসভাপতি মুহাম্মাদ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা নাজমুল হাসান মাহমুদ, জেলা ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশের সহ-সভাপতি আমির হামজা, সাধারণ সম্পাদক মাহদী হাসান, জেলা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি নাজমুল কবিরাজ, সাধারণ সম্পাদক মাওলানা আবরার উল্লাহ প্রমুখ।

সমবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইল যে ধ্বংস ও হত্যাকাণ্ড চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম মানবাধিকার লঙ্ঘন। এ পরিস্থিতিতে জাতিসংঘ, ওআইসি এবং আরবলীগসহ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর ভূমিকায় হতাশ।

তারা আরও বলেন, রাষ্ট্র ইসরাইল এখনই বিরত না হলে মুসলিম বিশ্ব মার্চ টু ফিলিস্তিনের মাধ্যমে ইসরাইলকে ধ্বংস করতে বাধ্য হবে। এছাড়াও ফিলিস্তিন রক্ষায় বৈশ্বিক চাপ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশসহ বিশ্বব্যাপী রাষ্ট্রসমূহের প্রতি আহবান জানানো হয়।

পড়ুন : বিমান থেকে ক্ষুধার্ত গাজাবাসীর জন্য ত্রাণ কতটা কার্যকর?

দেখুন : মহাঅষ্টমীতে মণ্ডপে মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত | 

ইম/

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন