27.3 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক দিনে নিহত ২৬

গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) টানা বিমান অভিযানে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত এবং অন্তত ১০৬ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা থেকে শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটে।

আনাদোলু এজেন্সির বরাতে জানা যায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর থেকেই সামরিক অভিযান শুরু করে আইডিএফ। সর্বশেষ এই হামলার পর দেড় বছরে মোট প্রাণ হারিয়েছেন ৫০ হাজার ৯১২ জন এবং আহত হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৯৮১ জন। নিহত ও আহতদের মধ্যে প্রায় ৫৬ শতাংশই নারী ও শিশু, যা এই সংঘাতের মানবিক বিপর্যয়ের চিত্রকে আরও গভীর করে তুলছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার শাসক সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এই ঘটনার পরই গাজায় বড় পরিসরে সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক চাপের মুখে চলতি বছরের ১৯ জানুয়ারি সাময়িকভাবে অভিযান বন্ধ করলেও, মাত্র দুই মাসের মধ্যেই ১৮ মার্চ থেকে দ্বিতীয় দফার অভিযান শুরু হয়।

এই দ্বিতীয় দফায় গত ১৫ দিনেই প্রাণ হারিয়েছেন দুই হাজারের বেশি ফিলিস্তিনি। আইডিএফ জানিয়েছে, এখনও ধারণা করা হচ্ছে যে হামাসের হাতে আটক ২৫১ জন জিম্মির মধ্যে অন্তত ৩৫ জন জীবিত আছেন। তাদের উদ্ধারের লক্ষ্যে অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়।

এদিকে, চলমান সহিংসতা বন্ধে জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক আদালত আইসিজেতে ইতোমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল করে দেওয়া এবং সব জিম্মিকে মুক্ত না করা পর্যন্ত এই অভিযান চলবে।

পড়ুন: “মার্চ ফর গাজা”র জোর প্রস্তুতি চলছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে

দেখুন: ইট মারলে পাটকেল খেতে হয়; হা/মা/সে/র প্রতিশোধ শুরু 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ প্রতিবেদন