মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইসরায়েলের গণহত্যা হয়তো শতাব্দীর পর শতাব্দী ধরেও ভোলা যাবে না। তাদের এই নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে।
শততম জন্মদিন উপলক্ষে মাহাথিরের একটি সাক্ষাৎকার নেয় সংবাদমাধ্যম আলজাজিরা। সাক্ষাৎকারে মালয়েশিয়ার অর্থনীতি, রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক ঘটনাবলি, বিশেষ করে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি।
তিনি বলেন, গাজার ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ইসরায়েলের নির্মমতা বিশ্ব ইতিহাসে খোদাই করা থাকবে। হত্যাকাণ্ডের শিকার প্রায় ৬৬ হাজার ফিলিস্তিনিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে, সম্ভবত শতাব্দী ধরেও স্মরণ করা হবে। গভীর উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিন ও গাজার বিষয়ে মাহাথির মোহাম্মদ বলেন, ‘গাজা পরিস্থিতি ভয়াবহ। তারা (ইসরায়েল) অন্তঃসত্ত্বা মায়েদের হত্যা করেছে। সদ্যোজাত শিশু, যুবক, ছেলেমেয়ে, পুরুষ, নারী, অসুস্থ ও দরিদ্রকে হত্যা করা যাচ্ছে … এটা কীভাবে ভোলা যায়? এটা হয়তো শতাব্দী ধরেও ভোলা যাবে না। ইসরায়েলিরা তাদের অতীত অভিজ্ঞতা থেকে কিছুই শেখেনি।’
এ সময় তিনি দীর্ঘায়ু নিয়ে অল্প খাওয়া, বেশি কাজ করা এবং বিশ্রামের লোভে না পড়ার কথা বলেন। তিনি বলেন, প্রধান বিষয় হলো, আমি সব সময় কাজ করি। আমি নিজেকে বিশ্রাম দিই না। আমি সব সময় শরীর ও মস্তিষ্ক ব্যবহার করি। মন আর শরীরকে সক্রিয় রাখো, তাহলেই দীর্ঘায়ু হওয়া যায়।
পড়ুন: বিজয় থালাপতির বিরুদ্ধে মামলা
দেখুন: মার্কিন যুক্তরাষ্ট্রে আ/ত/ঙ্ক; শীর্ষ ক/মা/ন্ডো/দে/র/ তলব! |
ইম/


