গাজীপুর মহানগরের সদর থানা এলাকা থেকে কথিত ভণ্ড কবিরাজ ও ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর থানার সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোজাম্মেল হক গাজীপুর সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং কোনাবাড়ী এলাকার প্রভাবশালী একজন নেতা ছিলেন। একইসাথে তিনি কোনাবাড়ী এলাকার আলোচিত “সাত তলা কবিরাজ বাড়ি”-এর প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত কবিরাজ।
স্থানীয় ক্যাবল টিভিতে “কবিরাজের নিজের বাড়ি সাততলা” ” কিস্তিতে চিকিৎসা করা হয়” সহ নানা ধরনের প্রতারণামুলক বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে আলোচনায় আসেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোজাম্মেল হক দীর্ঘদিন ধরে ভুয়া চিকিৎসা পদ্ধতির মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় গাজীপুরের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে তিনি সরকারি জমি দখল, অনুমোদনহীন চিকিৎসা কেন্দ্র পরিচালনা এবং নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
গাজীপুর মহানগরীর সদর থানার এসআই মোঃ আবুল কাশেম জানান, গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হককে সদর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
পড়ুন: গাজীপুরে কর্মস্থলে পোশাক শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের দাবি কর্তৃপক্ষের অবহেলায়
দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল
এস