মহান মে দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প সম্পর্ক শিক্ষায়তন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের উদ্যোগে সকালে বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্য়ালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোতাছেম বিল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।
বিশেষ অতিথি ছিলেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর গাজীপুরের উপ পরিদর্শক মহর আলী মোল্লা।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে আলাদা আলাদা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হচ্ছে।
