গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় একটি কারখানায় পানি পান করে অর্ধ শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ শ্রমিকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওই ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
এই ঘটনায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ শ্রমিকদের ঢল। কারো পেটে ব্যাথা, বমি ভাব আবার কেউ অচেতন।
শ্রমিকরা জানান, গাজীপুরের ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা কর্মরত অবস্থায় অসুস্থ অনুভব করেন। কেউ কেউ লুটিয়ে পরেন মাটিতে। এর আগে নাস্তা শেষে কারখানার ভেতর পানি পান করেন বলে জানান শ্রমিকরা। ওই পানি খাওয়ার পর শ্রমিকের পেটের ব্যথা শুরু হয়৷ পরে তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে পরলে কারখানা শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। বাধ্য হয়ে কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে এ ঘটনায় তাতক্ষনিকভাবে কারখানার পানি পরিক্ষার জন্য বিশেষজ্ঞ দল আনা হয়েছে বলে জানিয়েছেন কারখানার প্রোডাকশন ম্যানেজার মো: সবুজ হোসেন।
আহত কারোরই অবস্থা আশংকাজনক নয় বলে জানান শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শেখ ফরহাদ।
কারখানাটিতে প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক কাজ করে বলে জানা গেছে।
পড়ুন: ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দরে ৮দিনের ছুটি
দেখুন: দিন দিন বাড়ছে আওয়ামী লীগের মিছিল, কী হচ্ছে পর্দার আড়ালে
ইম/