০৮/১১/২০২৫, ১:১৯ পূর্বাহ্ণ
26 C
Dhaka
০৮/১১/২০২৫, ১:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডাকাতি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাসভবনে একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (৩১ মে) ভোর সাড়ে ৩টার দিকে ডাকাতরা ওই বাড়িতে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। চলতি বছরে আরও বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় এই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে মুখোশধারী ১০-১২ জনের একটি ডাকাত দল আবিদা সুলতানার বাসভবনে প্রবেশ করে। তিনতলা বিশিষ্ট ওই ভবনের প্রতিটি তলায় তল্লাশি চালিয়ে ডাকাতরা ঘরের মালামাল তছনছ করে এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ডাকাতির সময় আবিদা সুলতানার বাবা মোহাম্মদ নাজমুল আলমকে হাত-পা বেঁধে রাখা হয়।

ঘটনার খবর পেয়ে সকালে কালিয়াকৈর থানা ও মৌচাক পুলিশ ফাঁড়ির একাধিক সদস্য ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, “আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করছি।”

এনএ/

দেখুন: গাজীপুরে বনবিভাগের প্রায় ১২ হাজার একর জমি বেদখল 

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন