১০/১১/২০২৫, ২৩:২৩ অপরাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ২৩:২৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আলো ছড়াচ্ছে গাজীপুরের শ্রীপুরে ফ্রাইডে ফান স্কুল

বিজ্ঞাপন

গাজীপুরের শ্রীপুর উপজেলার সিংগারদিঘি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদেরকে পাঠে আগ্রহ বাড়াতে এবং দক্ষতা উন্নয়নে চালু করা হয়েছে ব্যতিক্রমী শিক্ষা কার্যক্রম ‘ফ্রাইডে ফান স্কুল’। গত এপ্রিল মাসে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শুরু হলেও ১ আগস্ট থেকে ষষ্ঠ থেকে দশম শ্রেণির সব শিক্ষার্থী এতে অন্তর্ভুক্ত হয়েছে। শুধু এ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, আশপাশের স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নিচ্ছে এই কার্যক্রমে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় নানা সীমাবদ্ধতায় বিদ্যালয়টির শিক্ষার মান দীর্ঘদিন ধরে পিছিয়ে ছিল। বর্তমানে বিদ্যালয়ে প্রায় ৪৫০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। চলতি বছর বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে ডা. হুজ্জাতুল ইসলাম পলাশ দায়িত্ব নেওয়ার পর শিক্ষার মানোন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। তার উদ্যোগে সামাজিক সংগঠন ইনফোর্সড ফর সোশ্যাল রেসপনসিবিলিটি (ইএসআর)-এর সহযোগিতায় ‘ফ্রাইডে ফান স্কুল’-এর যাত্রা শুরু হয়।

শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর বেলা ১২টা পর্যন্ত চলা এ কার্যক্রমে ইংরেজি, গণিত, বিজ্ঞান, হিসাববিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ক্লাস নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেধাবী শিক্ষার্থীরা এসব ক্লাস পরিচালনা করেন। শিক্ষার্থীরা এখানে প্রাইভেট কিংবা কোচিং ছাড়াই নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠছে।

শুধু শুক্রবার নয়, নিয়মিত ক্লাসের পূর্বে ও পরে এক ঘণ্টা করে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থাও রয়েছে দুর্বল শিক্ষার্থীদের জন্য। পুরো কার্যক্রমে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হয় না; ব্যয়ভার বহন করছেন বিদ্যালয়ের সভাপতি ডা. হুজ্জাতুল ইসলাম, যিনি ছুটির দিনগুলোতে নিজেও বিজ্ঞানের ক্লাস নেন।

ডা. হুজ্জাতুল ইসলাম বলেন, “মাধ্যমিক শিক্ষাই একজন শিক্ষার্থীর ভবিষ্যতের ভিত্তি। তাদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। কোচিং নির্ভরতা কমিয়ে শিক্ষার্থীদের ভেতর থেকে এগিয়ে যেতে সহায়তা করছি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান বিএসসি জানান, “এ কার্যক্রমে যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিতে পারে। বিষয়ভিত্তিক দক্ষ প্রশিক্ষক থাকায় শিক্ষার্থীরা সরাসরি উপকৃত হচ্ছে।”

ইএসআর-এর সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, “বিদ্যালয়টি পিছিয়ে পড়ায় আমরা সামাজিক দায়িত্ববোধ থেকে পাশে দাঁড়িয়েছি। আমাদের লক্ষ্য—এই মডেল সাফল্যের উদাহরণ হয়ে উঠুক।

পড়ুন: দিনাজপুরের হিলিতে চিকিৎসককে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেপ্তার ১০

দেখুন: ঈদকে ঘিরে ক্রেতা সংকটে হতাশ বাবুরহাটের ব্যবসায়ীরা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন