১০/১১/২০২৫, ৮:১৬ পূর্বাহ্ণ
25 C
Dhaka
১০/১১/২০২৫, ৮:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাজীপুরে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি উদ্বোধন

বিজ্ঞাপন

টাইফয়েড প্রতিরোধে সচেতনতা ও জনস্বাস্থ্য সুরক্ষায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে গাজীপুর কালেক্টরেট স্কুলে এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন। জেলা সিভিল সার্জন কার্যালয় আয়োজিত এ টিকাদান কর্মসূচিতে কয়েকজন শিক্ষার্থীকে টিকা দেওয়ার মাধ্যমে টিকাদান ক্যাম্পেইনের শুভ সূচনা করা হয়।

এতে গাজীপুরের সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা: মো: মামুনুর রহমান জানান, গাজীপুর জেলায় টাইফয়েট টিকাদানের লক্ষ্যমাত্রা ১২ লাখ ৯৬ হাজার ৫৯৫জন। ১৩৫০টি বিদ্যালয়, ১০৮০টি ইপিআই টিকাদান কেন্দ্র এবং চারটি স্থায়ী টিকাদান কেন্দ্রে এ টিকা প্রদান করা হবে।
১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে। টিকাদান কার্যক্রমে স্বাস্থ্যকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

স্বাস্থ্য বিভাগ, ডব্লিউএইচও ও ইউনিসেফের যৌথ সহযোগিতায় পরিচালিত এই টিকাদান কর্মসূচির মাধ্যমে গাজীপুরকে টাইফয়েডমুক্ত হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য বলে দাবি আয়োজকদের।

পড়ুন: ৫ দফা দাবিতে গাজীপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী

দেখুন: লাগামছাড়া জীবনযাত্রার ব্যয়, ঢাকা ছাড়তে চায় মানুষ

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন