গাজীপুরের শ্রীপুরে ট্রাকের পেছনে পিক-আপের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া কুড়িগ্রামে মোটর সাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে একজন মারা গেছেন।
ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় একটি পিকাপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে হত্যাহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো একজন। নিহত একজন হরেন পিকাপ চালক চঞ্চল রায়। অপরজন রিপন, ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা। এদিকে কুড়িগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।